ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় ট্যুর গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেফতার।

বান্দরবানের আলীকদমে অনলাইন ট্রাভেল গ্রুপ ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। পর্যটক নিহতের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদি হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে আলীকদম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা বেলা ১১টার দিকে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

পর্যটক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে এসেছিলেন। পর্যটক দলটি দুইজন গাইডসহ তৈনখালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিসতং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। এই দলে কো হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন।

আরো জানা যায়, যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখনও পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে বিএনপির পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন এস এম জাহাঙ্গীর

আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় ট্যুর গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেফতার।

আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

বান্দরবানের আলীকদমে অনলাইন ট্রাভেল গ্রুপ ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। পর্যটক নিহতের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদি হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে আলীকদম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা বেলা ১১টার দিকে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

পর্যটক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে এসেছিলেন। পর্যটক দলটি দুইজন গাইডসহ তৈনখালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিসতং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। এই দলে কো হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন।

আরো জানা যায়, যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখনও পাওয়া যায়নি।