
ফরিদপুরের বোয়ালমারীতে দায়িত্ব পালনের পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (৩৬)। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআই বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের বাসিন্দা। পিতা কোবাদ আলীর ছেলে বোরহান দীর্ঘ এক বছর ধরে মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন। সহকর্মীদের কাছে তিনি দায়িত্বশীল, সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। সোতাসী ব্রিজ এলাকায় হঠাৎই তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।