
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এ পরিপ্রেক্ষিতে শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী এক বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউনের আয়োজন করেন।
শো-ডাউনটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক মোটরসাইকেলসহ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অংশগ্রহণকারীরা ব্যানার, পোস্টার ও দলের প্রতীক নিয়ে শৃঙ্খলাভাবে পুরো শো-ডাউন সম্পন্ন করেন।
জনাব মুহাম্মদ হোসেন আলী বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই শো-ডাউনের মাধ্যমে তিনি গাজীপুর-২ আসনের জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং তার রাজনৈতিক দর্শন ও উন্নয়ন পরিকল্পনার বার্তা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের মাঝে শো-ডাউনটি ব্যাপক সাড়া ফেলেছে এবং নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই এমন গণসংযোগ কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এলাকার রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলেও অভিমত প্রকাশ করেছেন।
জামায়াতের এই উদ্যোগ আগামীর নির্বাচনী প্রচারণায় কেমন প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে, তবে একথা নিশ্চিতভাবে বলা যায়—মুহাম্মদ হোসেন আলী মাঠে সক্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।