ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকির জেরে স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা, শ্রীপুরে চাঞ্চল্য

গাজীপুর, ১৩ জুন ২০২৫ – গাজীপুরের শ্রীপুরে আপত্তিকর ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী সাদিয়া আফরিন (১৬) বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সে এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মায়ের অভিযোগ ও ঘটনার বিবরণ

নিহত সাদিয়ার মা নাসিমা খাতুন জানান, বুধবার রাতে খাবার খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ে। তিনি নিজেও পাশের ঘরে ঘুমান। সকালে ঘরের দরজা খুলে জানালার গ্রিলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের স্বজনরা ছুটে আসেন।

নাসিমা খাতুন আরও জানান, তার মেয়ে সাদিয়ার সঙ্গে পাশের ওয়াপদা দিঘির পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। গত এক সপ্তাহ আগে তারা বিষয়টি জানতে পারেন। সাদিয়া তার মাকে জানিয়েছিল, নাইমুলের সঙ্গে সে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে এবং তাদের অনেক ছবি ও ভিডিও রয়েছে। সম্প্রতি সাদিয়া নাইমুলকে তার মোবাইল ফোন থেকে সব ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য চাপ দিলে নাইমুল উল্টো সাদিয়াকে সেসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

গত কয়েকদিন ধরে এই হুমকির কারণে সাদিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং বেশিরভাগ সময় চিন্তিত থাকত। দুদিন আগেও নাইমুল সাদিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু সাদিয়া রাজি না হওয়ায় নাইমুল আবারও ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়। নাসিমা খাতুন বলেন, “আমরা অবুঝ মেয়ের জীবন শেষ করে সেই ছেলে সুস্থভাবে ঘোরাঘুরি করবে তা হতে দেব না। আমি আইনের আশ্রয় নেব।”

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে বিএনপির পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন এস এম জাহাঙ্গীর

আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকির জেরে স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা, শ্রীপুরে চাঞ্চল্য

আপডেট সময় ০৬:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

গাজীপুর, ১৩ জুন ২০২৫ – গাজীপুরের শ্রীপুরে আপত্তিকর ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী সাদিয়া আফরিন (১৬) বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সে এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মায়ের অভিযোগ ও ঘটনার বিবরণ

নিহত সাদিয়ার মা নাসিমা খাতুন জানান, বুধবার রাতে খাবার খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ে। তিনি নিজেও পাশের ঘরে ঘুমান। সকালে ঘরের দরজা খুলে জানালার গ্রিলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের স্বজনরা ছুটে আসেন।

নাসিমা খাতুন আরও জানান, তার মেয়ে সাদিয়ার সঙ্গে পাশের ওয়াপদা দিঘির পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। গত এক সপ্তাহ আগে তারা বিষয়টি জানতে পারেন। সাদিয়া তার মাকে জানিয়েছিল, নাইমুলের সঙ্গে সে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে এবং তাদের অনেক ছবি ও ভিডিও রয়েছে। সম্প্রতি সাদিয়া নাইমুলকে তার মোবাইল ফোন থেকে সব ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য চাপ দিলে নাইমুল উল্টো সাদিয়াকে সেসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

গত কয়েকদিন ধরে এই হুমকির কারণে সাদিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং বেশিরভাগ সময় চিন্তিত থাকত। দুদিন আগেও নাইমুল সাদিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু সাদিয়া রাজি না হওয়ায় নাইমুল আবারও ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়। নাসিমা খাতুন বলেন, “আমরা অবুঝ মেয়ের জীবন শেষ করে সেই ছেলে সুস্থভাবে ঘোরাঘুরি করবে তা হতে দেব না। আমি আইনের আশ্রয় নেব।”

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।