
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান,পাবনা এডওয়ার্ড কলেজ এর আব্দুস সাত্তার মিলনায়তনে সকাল সাতটায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর ও সদর শাখার উদ্যোগে, আগামী নির্বাচনের ভোট কেন্দ্রের বাছাইকৃত কর্মীদের নিয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রফেসর ড.আবুল হাসেম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও উপস্থিতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবু তালেব মন্ডল পাবনা জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রিন্সিপাল ইকবাল হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা নায়েবি আমির, প্রফেসর আব্দুল গাফফার খান পাবনা জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, এস এম আব্দুল্লাহ জেলা সহকারি সেক্রেটারি, এস এম সোহেল সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী,মোঃ আব্দুল লতিফ পৌর আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোঃ আব্দুর রউফ পাবনা সদর আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এছাড়াও দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ দেশ ইসলামের দেশ আগামী দিনের দেশ হবে ইসলামীর বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে সান্তি শৃঙ্খলা ফিরে পাবে, সুদ ঘুষ দুর্নীতি থাকবে না, কোন অর্থ বিদেশে পাচার হবে না, মায়েরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, বোনেরা বোনের অধিকার ফিরে পাবে, মায়েরা চাকরি করতে পারবে, হিন্দুরা তাদের ধর্মের সকল বিধিবিধান নির্বিঘ্নে করতে পারবে। অতএব আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাদেরকে পাথী ঘোষনা করা হয়েছে তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তবে সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রোগ্রাম সমাপ্ত করা হয় এবং বিভিন্ন খেলা ধুলার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।