
ডেভিড সাহা, ব্যুরো প্রধান:
গভীর দুঃখের সাথে জানা যাচ্ছে যে, জাতীয় দৈনিক নব বাণী পত্রিকার থানচি উপজেলা প্রতিনিধি এবং থানচি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হিমংপ্রু মার্মা-এর মা মেওয়াইচিং মার্মা গতকাল রবিবার (৮ জুন, ২০২৫) সকালে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মেওয়াইচিং মার্মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত প্যারালাইসিস রোগে ভুগছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জাতীয় দৈনিক নব বাণী পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সোমবার বিকালে বলিপাড়া শ্মশানে প্রয়াত মেওয়াইচিং মার্মার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা রয়েছে। সাংবাদিক হিমংপ্রু মার্মা তার মায়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।