
২৫এর ডিসেম্বরে নির্বাচন দিবে না এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ এর সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন আহমেদ বাবু।
বুধবার ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপি’র কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এবং দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোন বিকল্প নেই।
তিনি বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে ২৬এর ডিসেম্বরেও তারা নির্বাচন দিতে পারবে না।
তাই বিএনপি’র কর্মীদেরকে ২৫এর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে দলীয় নির্দেশনা পেলে রাজপথে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন। এসময় তিনি আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করারও আহ্বান জানান।