
ময়মনসিংহের ভালুকায় ইউএনওর আদেশ অমান্য করে ঘর নির্মাণ করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ তানজিনা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত হবিরবাড়ীর লবনকোঠা এলাকায় তানজিনা আক্তার এই জমিতে মাটি ভরাট করে তার জমি ভোগ দখল করে আসছিলো।
তারই প্রেক্ষিতে রবিবার রাতে একই এলাকার মোঃ জাকির হোসেন,হুমায়ুন কবির, মাহমুদুল হাসান মামুন ও মামুন মিয়া জামিরদিয়া মৌজার বি আর এস ৪১১ দাগের তানজিনা আক্তারের নামে থাকা ১২ শতাংশ জমিতে পাকা ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালায়।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগীর একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।