
বিশ্বনাথে পৌর মেয়রের বাসায় হামলার অভিযোগে বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা
ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে পৌর এলাকার শাজিরগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় থাকা মামলা নং ১ (তাং ১.৫.২০২৪ইং)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ এপ্রিল বিকেল তিনটার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় পৌর মেয়রের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য ২০২৪ সালের ২৮ এপ্রিল একই সময়ে প্রায় একশ গজের মধ্যে ‘পৌরসভার তৎকালীন মেয়র মুহিবুর রহমানের পক্ষে ও নারী কাউন্সিলর রাসনা বেগমের পক্ষে’ অনুষ্ঠিত প্রতিবাদ সভা শুরুর পূর্বে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনার সময় রাসনা বেগমের পক্ষের লোকজন পৌরসভার মেয়রের লোকজনের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার (১ মে) তৎকালীন পৌর মেয়র মুহিবুর রহমানের ড্রাইভার হেলাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার এজহার নামীয় অভিযুক্ত ফয়জুল ইসলাম জয়কে।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এএসআই আসাদুর রহমান বলেন, গ্রেপ্তারের পর ফয়জুল ইসলাম জয়কে আদালতে প্রেরন করা হয়েছে।