ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ সামনে, জমে উঠেছে বুরুঙ্গা বাজারের কোরবানির হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সোমবার (২ জুন) দুপুর থেকে আশপাশের এলাকার খামারি ও বিক্রেতারা দেশি প্রজাতির সুস্থ ও সবল গরু নিয়ে আসেন হাটে। ভালো মানের পশু এবং তুলনামূলক সহনীয় দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

উপজেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম বলেন, “গরুর দাম মোটামুটি সহনীয়। আমি চারটি কিনেছি, আরেকটি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। আমাদের ইউনিয়নের একমাত্র বড় হাট এই বুরুঙ্গা বাজার, এখান থেকেই পশু কেনার ইচ্ছা ছিল—আজ সেটা পূরণ হলো।”

স্থানীয় বাসিন্দা শেখ নুরুদ্দীন জানান, “বেশিরভাগ গরু স্থানীয় খামারিদের। পশুগুলোর স্বাস্থ্য ভালো, দামও তুলনামূলকভাবে কম।”

ক্রেতা আব্দুস সালাম বলেন,বৃষ্টির পর আজ দাম কিছুটা সহনীয় হয়েছে। আগের তুলনায় কম দামে গরু পাওয়া যাচ্ছে।”

বিক্রেতা মিসফা জানান, “তিনটি গরু এনেছিলাম, এর মধ্যে দুটি বিক্রি হয়ে গেছে। দামও সন্তোষজনক।”

হারুন মিয়া বলেন, “এত কম দামে গরু বিক্রি হওয়া আনন্দের বিষয়। অনেক গরু বিক্রি হচ্ছে, যা খামারিদের জন্য স্বস্তির। বাজারের পরিবেশ ভালো, মানুষ খুশি।”

বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন ও বাজার কমিটি তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

ঈদ সামনে, জমে উঠেছে বুরুঙ্গা বাজারের কোরবানির হাট

আপডেট সময় ১০:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সোমবার (২ জুন) দুপুর থেকে আশপাশের এলাকার খামারি ও বিক্রেতারা দেশি প্রজাতির সুস্থ ও সবল গরু নিয়ে আসেন হাটে। ভালো মানের পশু এবং তুলনামূলক সহনীয় দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

উপজেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম বলেন, “গরুর দাম মোটামুটি সহনীয়। আমি চারটি কিনেছি, আরেকটি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। আমাদের ইউনিয়নের একমাত্র বড় হাট এই বুরুঙ্গা বাজার, এখান থেকেই পশু কেনার ইচ্ছা ছিল—আজ সেটা পূরণ হলো।”

স্থানীয় বাসিন্দা শেখ নুরুদ্দীন জানান, “বেশিরভাগ গরু স্থানীয় খামারিদের। পশুগুলোর স্বাস্থ্য ভালো, দামও তুলনামূলকভাবে কম।”

ক্রেতা আব্দুস সালাম বলেন,বৃষ্টির পর আজ দাম কিছুটা সহনীয় হয়েছে। আগের তুলনায় কম দামে গরু পাওয়া যাচ্ছে।”

বিক্রেতা মিসফা জানান, “তিনটি গরু এনেছিলাম, এর মধ্যে দুটি বিক্রি হয়ে গেছে। দামও সন্তোষজনক।”

হারুন মিয়া বলেন, “এত কম দামে গরু বিক্রি হওয়া আনন্দের বিষয়। অনেক গরু বিক্রি হচ্ছে, যা খামারিদের জন্য স্বস্তির। বাজারের পরিবেশ ভালো, মানুষ খুশি।”

বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন ও বাজার কমিটি তৎপর রয়েছে।