
শ্রীপুরে নির্বাচন ছাড়া গোপনে ইউসিসিএর কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে গোপনে কথিত নির্বাচনী তফসিল ঘোষণা করে সদস্যদের না জানিয়ে কৌশলে কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্যগণ শ্রীপুরের বিআরডিবির কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৃথকভাবে লিখিতভাবে তফসিল বাতিল করার অভিযোগ দেন। সদস্যদের আরো দাবী ছিল নির্বাচনের জন্য ওপেন তফসিল ঘোষণা দিয়ে গোপণ ব্যলটের মাধ্যমে সমবায় বিধিমালা মেনে নির্বাচনের কাজ অনুষ্ঠিত করার। কিন্তু সদস্যগণের চরম আপত্তি অপেক্ষা করে বিতর্কিত পন্থায় পূর্ব নির্ধারিত ২/৬/২০২৫ তারিখে নির্বাচন আয়োজন করা হয়। উক্ত নির্বাচনে সমিতির বেশি সংখ্যক সদস্যই অনুপস্থিত থাকেন। যদিও ১০-০৩-২৫ তারিখে জারিকৃত নির্বাচনী নোটিসে বলা হয়েছে যে, “সভাপতি, সহ-সভাপতি, সদস্য ও মহিলা সদস্য, নির্বাচিত হবে সমিতির সদস্যগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে”।
জানা যায় সমিতির ১৯ সদস্য বাদী হয়ে ১৫-৫-২০২৫ তারিখের শ্রীপুর ইউসিসিএ লিমিটেড নির্বাচনী তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা দিয়ে গোপণ ব্যলটের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য আবেদন করেন। কিন্তু তাদের দাবি আমলে না নিয়ে বরং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এক পেশে কথিত নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, অভিযোগ পেয়েছি কিন্তু অভিযোগটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেয়েছি। তাই কিছুই করার ছিল না। এ শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবি কর্মকর্তা ও নির্বাচন কমিটির সদস্য সচিব আরিফা আক্তারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া যায়নি। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি শাহিন সুলতানা জানান তিনি কোন লিখিত অভিযোগ পাননি।