
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় পার্টির বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২জুন ২০২৫ (সোমবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে জেলা সদরের চেঙ্গীস্কয়ার চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মোঃ নাজিম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক হারিচুর রহমান রনি, এনসিপি খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপ্লব ত্রিপুরা, যুগ্ন সমন্বয়ক আব্দুর রহমান ছায়াদ, যুগ্ন সমন্বয়ক আকলিমা আক্তার হীরা, মাটিরাংগা উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, মানিকছড়ি উপজেলার প্রতিনিধি ইমাম মেহেদীসহ প্রমূখ।
সমাবেশ, নতুন বাংলাদেশ বিনির্মানে বাধাদানকারী খাগড়াছড়িতে অবস্থানরত জাতীয় পার্টির নেতা মিথিলা রোয়াজা সহ সকল ষড়যন্ত্রকারীর অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিক ভাবে মোকাবিলা করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।