ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

থানচিতে পাহাড় ধ্বসে চশৈনু মারমা আহত।

চলতি মৌসুমের টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার বেলা অনুমানিক ১১.৩০ সময় নেটওয়ার্ক বিহীন উপজেলার তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, টানা বৃষ্টিতে তিন্দু বাজার এলাকার রান্না ঘরে পাহাড় ধ্বসে মাটির চাপা পড়ে আহত ও ক্ষতিগ্রস্ত হয়। এসময় চশৈনু মারমা (৩৮) পিতা রেদাকশে মারমা বাড়িতে থাকায় গুরুতরভাবে আহত হয়। আহত ব্যাক্তি কে স্থানীয়দের সহায়তায় এই মুহূর্তে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই নিয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসে রান্না ঘরের উপরে মাটি চাপা পড়ে চশৈনু মারমা গুরুতর আহত হয়েছে। এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

থানচিতে পাহাড় ধ্বসে চশৈনু মারমা আহত।

আপডেট সময় ০২:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

চলতি মৌসুমের টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার বেলা অনুমানিক ১১.৩০ সময় নেটওয়ার্ক বিহীন উপজেলার তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধ্বসে এক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, টানা বৃষ্টিতে তিন্দু বাজার এলাকার রান্না ঘরে পাহাড় ধ্বসে মাটির চাপা পড়ে আহত ও ক্ষতিগ্রস্ত হয়। এসময় চশৈনু মারমা (৩৮) পিতা রেদাকশে মারমা বাড়িতে থাকায় গুরুতরভাবে আহত হয়। আহত ব্যাক্তি কে স্থানীয়দের সহায়তায় এই মুহূর্তে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই নিয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসে রান্না ঘরের উপরে মাটি চাপা পড়ে চশৈনু মারমা গুরুতর আহত হয়েছে। এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।