ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে শিক্ষককে লাল গালীছা সংর্বধনা প্রদান

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি ও লোকসংস্কৃতি গভষেক অধ্যাপেক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেনে, শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারগির। শিক্ষকরা হলেন প্রতিটি ছাত্রের একেক জন অভভিাবক। শিক্ষকেরা তাদের জ্ঞান দিয়ে ছাত্র/ছাত্রীদের আলোর পথ দেখিয়ে দেন। আলোকিত করে তুলেন। ছাত্রের জীবন সুন্দর করেন। তারাই হচ্ছেন আর্দশ শিক্ষক। সেই আর্দশ শিক্ষকের তালিকায় আছেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক মো. আব্দুল হাই। বিদ‌্যালয়ে এসে ওই শিক্ষকের অবস্থান দেখে র্গববোধ করছি। তিনি আসলে গুণী শিক্ষক। এমন গুণী শিক্ষকের অবসর জীবন অবশ‌্য ভাল হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বৃহস্পতিবার (২৯ মে) বিশ্বনাথের ঐতিহ‌্যবাহী আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ে বর্তমান ও প্রাক্তণ ছাত্র/ছাত্রীদের উদ‌্যোগে এম এ রহিম অডিটরিয়ামে
র্দীঘ ৩৩ বছর শিক্ষকতা করে অবসরে যাওয়া শিক্ষক মো. আব্দুল হাই’র বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ‌্যালয়ের প্রাক্তন ছাত্র ইমরান আহমদের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সুন্দর আলী ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব‌্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হাই।
প্রধান বক্তার বক্তব‌্য রাখেণ কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ‌্যক্ষ মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী।
বিশেষ অথিতির বক্তব‌্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বিদ‌্যালয়ের সাবেক সভাপতি আকলিছ আলী, বিদ‌্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজম আলী, হাজী হামিদ আলী সরকারি প্রাথমকি বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ।
অন‌্যান‌্যদের মধ্যে বক্তব‌্য রাখেন বিদ‌্যালয়ের এডহক কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সেবুল আহমদ, আতিক আহমদে, আজাদ আহমদ, আলাউদ্দনি খান, নজির আলী, শাহিন মিয়া, কবির আলী, রাবেল আহমদ, হাসান খান রিপন,
প্রাক্তন ছাত্র-ছাত্রীদরে পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জুবায়ের আহমদ সুমন, আক্তার হোসাইন, ইসমাইল আলী, মতিউর রহমান, কবি রিপন মিয়া, আল-আমিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

বিশ্বনাথে শিক্ষককে লাল গালীছা সংর্বধনা প্রদান

আপডেট সময় ১০:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি ও লোকসংস্কৃতি গভষেক অধ্যাপেক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেনে, শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারগির। শিক্ষকরা হলেন প্রতিটি ছাত্রের একেক জন অভভিাবক। শিক্ষকেরা তাদের জ্ঞান দিয়ে ছাত্র/ছাত্রীদের আলোর পথ দেখিয়ে দেন। আলোকিত করে তুলেন। ছাত্রের জীবন সুন্দর করেন। তারাই হচ্ছেন আর্দশ শিক্ষক। সেই আর্দশ শিক্ষকের তালিকায় আছেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক মো. আব্দুল হাই। বিদ‌্যালয়ে এসে ওই শিক্ষকের অবস্থান দেখে র্গববোধ করছি। তিনি আসলে গুণী শিক্ষক। এমন গুণী শিক্ষকের অবসর জীবন অবশ‌্য ভাল হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বৃহস্পতিবার (২৯ মে) বিশ্বনাথের ঐতিহ‌্যবাহী আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ে বর্তমান ও প্রাক্তণ ছাত্র/ছাত্রীদের উদ‌্যোগে এম এ রহিম অডিটরিয়ামে
র্দীঘ ৩৩ বছর শিক্ষকতা করে অবসরে যাওয়া শিক্ষক মো. আব্দুল হাই’র বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ‌্যালয়ের প্রাক্তন ছাত্র ইমরান আহমদের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সুন্দর আলী ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব‌্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হাই।
প্রধান বক্তার বক্তব‌্য রাখেণ কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ‌্যক্ষ মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী।
বিশেষ অথিতির বক্তব‌্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বিদ‌্যালয়ের সাবেক সভাপতি আকলিছ আলী, বিদ‌্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজম আলী, হাজী হামিদ আলী সরকারি প্রাথমকি বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ।
অন‌্যান‌্যদের মধ্যে বক্তব‌্য রাখেন বিদ‌্যালয়ের এডহক কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সেবুল আহমদ, আতিক আহমদে, আজাদ আহমদ, আলাউদ্দনি খান, নজির আলী, শাহিন মিয়া, কবির আলী, রাবেল আহমদ, হাসান খান রিপন,
প্রাক্তন ছাত্র-ছাত্রীদরে পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জুবায়ের আহমদ সুমন, আক্তার হোসাইন, ইসমাইল আলী, মতিউর রহমান, কবি রিপন মিয়া, আল-আমিন প্রমুখ।