ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লামায় ভূমি উন্নয়ন মেলা ও সচেতনামূলক সভার আয়োজন।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বান্দরবানের লামা উপজেলায় ভূমি সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভূমি উন্নয়ন কর আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ভূমি উন্নয়ন মেলা ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে লামা উপজেলা পরিষদ হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামার সকল মৌজার হেডম্যান, পাড়া কারবারি, স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সভায় উল্লেখ করা হয়, ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ ও স্বচ্ছতা নিশ্চিত করে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ ও জমি সংক্রান্ত বিরোধ এড়াতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া, ভূমি সেবা প্রাপ্তিতে হয়রানি রোধে যুগান্তকারী পদক্ষেপের কথা জানান আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা ভূমি মালিকানার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। নাগরিকরা যাতে সহজে ও দ্রুত সেবা পেতে পারেন, সেজন্য সকল স্তরে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মেলায় ভূমি সংক্রান্ত তথ্য প্রদান, দলিল নবায়ন, কর পরিশোধের পদ্ধতি ও ভূমি জরিপ বিষয়ক স্টল স্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা ভূমি সেবা প্রক্রিয়া সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

লামায় ভূমি উন্নয়ন মেলা ও সচেতনামূলক সভার আয়োজন।

আপডেট সময় ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বান্দরবানের লামা উপজেলায় ভূমি সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভূমি উন্নয়ন কর আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ভূমি উন্নয়ন মেলা ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে লামা উপজেলা পরিষদ হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামার সকল মৌজার হেডম্যান, পাড়া কারবারি, স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সভায় উল্লেখ করা হয়, ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ ও স্বচ্ছতা নিশ্চিত করে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ ও জমি সংক্রান্ত বিরোধ এড়াতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া, ভূমি সেবা প্রাপ্তিতে হয়রানি রোধে যুগান্তকারী পদক্ষেপের কথা জানান আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা ভূমি মালিকানার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। নাগরিকরা যাতে সহজে ও দ্রুত সেবা পেতে পারেন, সেজন্য সকল স্তরে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মেলায় ভূমি সংক্রান্ত তথ্য প্রদান, দলিল নবায়ন, কর পরিশোধের পদ্ধতি ও ভূমি জরিপ বিষয়ক স্টল স্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা ভূমি সেবা প্রক্রিয়া সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।