ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“পাতা প্রতাশ – রঙধনু” সেরা লেখক সম্মাননায় ভূষিত হলেন কবি সোমের কৌমুদী 

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাতা প্রকাশ’-এর যুগপূর্তি ও ত্রৈমাসিক ছড়ার কাগজ ‘রঙধনু’র ২৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের সাথে সেরা লেখক সম্মাননায় ভূষিত হন কবি সোমের কৌমুদী। সম্মেলনের উদ্বোধক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভাগীয় লেখক পরিষদ,রংপুর-এর সভাপতি কাজী মোঃ জুননুন এবং পাতা প্রকাশের চেয়ারম্যান জাকির আহমদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন তিনি। কবি সোমের কৌমুদী তাঁর এই সম্মাননা ও অর্জন উৎসর্গ করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পীর গৌরব অর্জন করা সম্ভাবনাময় শিশু আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভূক্ত শিশু উপস্থাপক – আবৃত্তি শিল্পী সুমাইতা সুয়াদীকে।
উল্লেখ্য,  ‘পাতা প্রকাশ’ থেকে সোমের কৌমুদীর “জোছনা রাঙা বৃষ্টি”, ” নৌকার পাটাতনে ঘুমায় প্রহর” ও  “নূর-উন-নাহার”  নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন লাইব্রেরির পাশাপাশি রকমারী থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

“পাতা প্রতাশ – রঙধনু” সেরা লেখক সম্মাননায় ভূষিত হলেন কবি সোমের কৌমুদী 

আপডেট সময় ১২:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাতা প্রকাশ’-এর যুগপূর্তি ও ত্রৈমাসিক ছড়ার কাগজ ‘রঙধনু’র ২৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের সাথে সেরা লেখক সম্মাননায় ভূষিত হন কবি সোমের কৌমুদী। সম্মেলনের উদ্বোধক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভাগীয় লেখক পরিষদ,রংপুর-এর সভাপতি কাজী মোঃ জুননুন এবং পাতা প্রকাশের চেয়ারম্যান জাকির আহমদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন তিনি। কবি সোমের কৌমুদী তাঁর এই সম্মাননা ও অর্জন উৎসর্গ করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পীর গৌরব অর্জন করা সম্ভাবনাময় শিশু আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভূক্ত শিশু উপস্থাপক – আবৃত্তি শিল্পী সুমাইতা সুয়াদীকে।
উল্লেখ্য,  ‘পাতা প্রকাশ’ থেকে সোমের কৌমুদীর “জোছনা রাঙা বৃষ্টি”, ” নৌকার পাটাতনে ঘুমায় প্রহর” ও  “নূর-উন-নাহার”  নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন লাইব্রেরির পাশাপাশি রকমারী থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে।