
জুলাই আগস্টে নিহত শহীদ মাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ নগরীর এডওয়ার্ড স্কুল মাঠে আজ ২৩ মে শুক্রবার বিকালে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, প্রতিটি জেলা ও মহল্লায় ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। গত ১৭ বছর ধরে আমাদের যুবসমাজ মাদকাসক্তের দিকে ঝুঁকে পড়েছে। পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে। সেই জায়গা থেকে একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলা হবে অন্যতম একটি মাধ্যম। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে প্রধান মাধ্যম।
খেলার কোনো বয়স নাই। শারীরিক ও মানসিক সুস্থ থাকার জন্য খেলার প্রয়োজন। তাই আমরা চাই বাংলাদেশের আনাচে-কানাচে খেলার মাঠ হোক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী ভাবলা,ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জামান আবেদীন,১৭নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু ,মহানগর যুবদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমান গৌতম, শহীদ মাহিনের পিতা জামিল হক সোহেল, ময়মনসিংহ মহানগর যুবদলের সহ বন বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ প্রমূখ ।
ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ হৃদয় আহমেদ।