ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস

২৩ মে ২০২৫ ইনজুরি থেকে সুস্থ হয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেও নিজ দল সান্তোসকে জেতাতে পারলেন না নেইমার। কোপা দো ব্রাজিল টুর্নামেন্টে সিআরবির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস।

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল সান্তোস-সিআরবি। দ্বিতীয় লেগের নির্ধারিত সময় গোলশূন্য হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটে নেইমার গোল করলেও হার এড়াতে পারেনি সান্তোস।

ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সী নেইমার। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামেন তিনি। নেমেই দু’টি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিআরবির বক্সের ভেতর থেকে দারুণ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু সিআরবি গোলরক্ষক সেটি দক্ষতার সাথে রুখে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগও ড্র হলে, ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটেই সান্তোসের হয়ে গোল করেন নেইমার।

প্রথম পাঁচ শট শেষে ৪-৪ সমতা ছিল। কিন্তু ষষ্ঠ ও শেষ শট সান্তোসের হোসে আলমেইদা সিলভা গোল করতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

টুর্নামেন্ট থেকে সান্তোস বিদায় নেওয়ায় ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, ‘অনেক দিন মাঠে নেমেছি। কিন্তু সবকিছু শুধু আমার উপর নির্ভরশীল হতে পারে না। আমি ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি ও সতীর্থদের সাহায্য করতে পারি। কিন্তু সবাই জানে আমরা কি অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সব খেলোয়াড়দের সেরা পারফরমেন্স করতে হবে।’

চলমান ব্রাজিলিয়ান লিগেও ভালো অবস্থায় নেই সান্তোস। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে ১৯তম স্থানে আছে সান্তোস। আগামী রোববার লিগে নিজেদের দশম ম্যাচে এসপোর্ট ক্লাব ভিটোরিয়ার মুখোমুখি হবে সান্তোস। আগামী মাসে সান্তোসের সাথে চুক্তি শেষ হবে নেইমারের। নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি দু’পক্ষের। এ ব্যাপারে নেইমার বলেন, ‘আমি এখনও জানি না।’

সুত্রঃ বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস

আপডেট সময় ০৩:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

২৩ মে ২০২৫ ইনজুরি থেকে সুস্থ হয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেও নিজ দল সান্তোসকে জেতাতে পারলেন না নেইমার। কোপা দো ব্রাজিল টুর্নামেন্টে সিআরবির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস।

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল সান্তোস-সিআরবি। দ্বিতীয় লেগের নির্ধারিত সময় গোলশূন্য হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটে নেইমার গোল করলেও হার এড়াতে পারেনি সান্তোস।

ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সী নেইমার। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামেন তিনি। নেমেই দু’টি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিআরবির বক্সের ভেতর থেকে দারুণ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু সিআরবি গোলরক্ষক সেটি দক্ষতার সাথে রুখে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগও ড্র হলে, ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটেই সান্তোসের হয়ে গোল করেন নেইমার।

প্রথম পাঁচ শট শেষে ৪-৪ সমতা ছিল। কিন্তু ষষ্ঠ ও শেষ শট সান্তোসের হোসে আলমেইদা সিলভা গোল করতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

টুর্নামেন্ট থেকে সান্তোস বিদায় নেওয়ায় ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, ‘অনেক দিন মাঠে নেমেছি। কিন্তু সবকিছু শুধু আমার উপর নির্ভরশীল হতে পারে না। আমি ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি ও সতীর্থদের সাহায্য করতে পারি। কিন্তু সবাই জানে আমরা কি অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সব খেলোয়াড়দের সেরা পারফরমেন্স করতে হবে।’

চলমান ব্রাজিলিয়ান লিগেও ভালো অবস্থায় নেই সান্তোস। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে ১৯তম স্থানে আছে সান্তোস। আগামী রোববার লিগে নিজেদের দশম ম্যাচে এসপোর্ট ক্লাব ভিটোরিয়ার মুখোমুখি হবে সান্তোস। আগামী মাসে সান্তোসের সাথে চুক্তি শেষ হবে নেইমারের। নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি দু’পক্ষের। এ ব্যাপারে নেইমার বলেন, ‘আমি এখনও জানি না।’

সুত্রঃ বাসস