
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ায় (জোদ্দারপাড়া) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী আঁখিজা আক্তার আঁখির পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ৩টায় প্রয়োজনীয় তৈজসপত্রসহ জামায়াত নেতৃবৃন্দ পোড়াবাড়িতে গিয়ে পরিবারটির হাতে সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদান করেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এ সময় উপস্থিত ছিলেন বাঙালীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আনিসুল ইসলাম, ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল লতিফ, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ কেফায়েতুল্লাহ, ভুক্তভোগী ছাত্রী আঁখিজা আক্তার আঁখি, তার পিতা আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামায়াতের উপজেলা আমীর বলেন, “প্রদানকারী যেমন মহান নয়, তেমনি গ্রহণকারীও অসহায় নন। আল্লাহর দানেই আমরা এই সামর্থ্য লাভ করি। পারস্পরিক সহমর্মিতা ও মানবিক দায়িত্ব থেকেই আমরা পাশে দাঁড়িয়েছি। সমস্যা মোকাবেলায় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান জানাই।”
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা পেট্রোল ছিটিয়ে ঘরে আগুন দেয় এবং হত্যার উদ্দেশ্যে দরজা বন্ধ করে দেয়। ঘটনায় মামলা করায় তারা এখনও প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছে। দিনরাত নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তারা দ্রুত বিচার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত রোববার রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই শিক্ষার্থীর বইপত্র, শিক্ষা উপকরণসহ দুই পরিবারের পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।