
খুলনার ব্যক্তি মালিকানাধীন সকল জুট মিল চালু ও বন্ধকৃত মিল শ্রমিক কর্মচারীদের এককালীন বকেয়া পাওনা পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক ঠকানো মিল মালিকদের আইনের আওতায় আনার দাবিতে ২৩ মে শুক্রবার বিকাল ৫ টায় ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাঠ সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এবং বাবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এমদাদুল হক সাবেক ছাত্রদল নেতা, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, বেসরকারি পাট সুতা বস্ত্র কল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, হুগলি বিস্কিট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তবে বলেন শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত এ্যাযাক্স জুট মিলস এর ভিতর থেকে কোন মালামাল গেটের বাহিরে যাবে না, যে মালিক শ্রমিকদের বেতন ভাতা দেবে শ্রমিকতার পক্ষে কাজ করবে, তবে মান্নান তালুকদার ইতিমধ্যে অর্ধেকের বেশি শ্রমিকের টাকা পাওনা পরিশোধ করেছেন এবং বাকি টাকা ২০২৫ সালের মধ্যেও পরিশোধ করবেন বলে ওয়াদা করেছেন, তিনি যদি সত্যিই পরিশোধ করেন তাহলে সকল শ্রমিক তার পক্ষে থাকবে এবং আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর নেতৃত্বে খানজাহান আলী থানা বিএনপি শ্রমিকদের পাশে থাকার অঙ্গিকার প্রকাশ করেন। |