
আজ ২০ মে মঙ্গলবার বেলা ১১ ঘটিকা থেকে সারাদিনব্যাপী গাজীপুরের শ্রীপুরে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার গ্রামের বাড়িতে অলিভ গার্ডেনে দেশীয় মৌসুমী ফল দিয়ে জমকালো আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের লেকচারার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব ইসরাফিল হোসেন, সভাপতিত্ব করেন শ্রীপুর সাহিত্য পরিষদের রানা মাসুদ,সঞ্চালনা করেন মিশকাত রাসেল, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রিচমাইন্ড প্রোপার্টিস লিঃ এমডি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর মোঃ বাবুল সরকার এবং ইঞ্জিনিয়ার সার্জিল শান্ত, এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, কলামিস্ট, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা দেশীয় ফলের বিভিন্ন প্রজেটিভ দিক এবং বিদেশি ফলের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয় গুরুত্ব নিয়ে আলোচনা করেন।