
বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সাবেক বিএনপি নেতা মো: দেলোয়ার হোসেন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা মো: দেলোয়ার হোসেন দলীয় এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করলেও, বর্তমানে তিনি পরিবারসহ আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন।
রাজনৈতিক চাপ ও সামাজিক উদ্যোগ ২০২০ সালে মো: দেলোয়ার হোসেন “সেইফ বাংলাদেশ ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে তিনি মাদক, দুর্নীতি এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। তবে এই সামাজিক ভূমিকা তার জন্য হয়ে ওঠে বিপদের কারণ। স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু নেতা, ধর্মীয় উগ্র গোষ্ঠী এবং পুলিশের একটি অংশ তার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে।
গ্রেপ্তার, নির্যাতন ও হামলার শিকার ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে মো: দেলোয়ার হোসেনকে পুলিশ আটক করে শারীরিকভাবে নির্যাতন করে। পরে নির্বাচনের দিন তাকে ছেড়ে দেওয়া হলেও ততদিনে তার ওপর রাজনৈতিক প্রতিপক্ষের নজর স্থায়ী হয়ে যায়। পরবর্তীতে ওই বছরের ৮ এপ্রিল, একটি সামাজিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ও তার অনুসারীরা এই হামলায় অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ফলে মো: দেলোয়ার মারাত্মকভাবে আহত হন।
পুলিশের নিষ্ক্রিয়তা ও হুমকি হামলার ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে ডিউটি অফিসার এসআই আলমগীর হোসেন অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান এবং উল্টো দেলোয়ার হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এই ঘটনার পর তিনি নিরাপত্তার অভাব বোধ করেন এবং শেষমেশ দেশত্যাগ করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন।
পরিবারও নিরাপদ নয় দেলোয়ার হোসেনের অনুপস্থিতিতে তার পরিবার একাধিকবার হুমকির মুখে পড়ে। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে তার স্ত্রী কর্তৃক আইজিপির কাছে দায়ের করা অভিযোগের পর থেকে পরিস্থিতি আরও অবনতি ঘটে। অভিযোগে গাংনী উপজেলার সাবেক যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ এবং এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও হুমকির বিষয়টি তুলে ধরা হয়। এর প্রতিশোধস্বরূপ ২০২৫ সালের ২৭ জানুয়ারি মো: দেলোয়ারের হোসেন সহ তার ছোট ভাই মো: লাল্টু মিয়াকে মিথ্যা রাষ্ট্রবিরোধী মামলায় ফাঁসানো হয়।
বর্তমানে দেলোয়ার হোসেনের পরিবার ঢাকায় আত্মগোপনে রয়েছেন এবং সেখান থেকেই নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন।
যুক্তরাজ্যে প্রতিবাদী কর্মকাণ্ড মো: দেলোয়ার হোসেন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখানে তিনি তার ফেসবুক পেজ “আমার অধিকার (My Rights)”-এর মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসনের অভাব নিয়ে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও প্রবাসী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করছেন।
প্রতিশোধমূলক পরিকল্পনা ও পরিবারের উদ্বেগ দেলোয়ার হোসেনের এই আন্তর্জাতিক কর্মকাণ্ড স্থানীয় প্রভাবশালী মহলের নজরে পড়েছে। গাংনী থানার এসআই আলমগীর হোসেন এবং ইসলামপন্থী নেতা আলাউদ্দিন আহমেদসহ ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার সঙ্গে সঙ্গেই আক্রমণের পরিকল্পনা করছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বিচারপ্রার্থনায় পরিবার দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, দেশে কার্যকর আইনের শাসন না থাকায় তারা বারবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করছেন।
এই প্রতিবেদন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, মানবাধিকার পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। মো: দেলোয়ার হোসেন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।