
বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের দিকনির্দেশনায় বিভিন্ন অপরাধে জড়িত ০৩ জন আসামিকে গ্রেফতার। তাদের মধ্য পেশাদার মাদক ব্যবসায়ী গরের বাড়ি গ্রামের মোঃ সফু মিয়ার স্ত্রী মোছাম্মৎ মুনি বেগম (৪২)কে ১০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য শুকনা গাঁজাসহ এবং তেরপাখি গ্রামের বিলু মিয়ার পুত্র মেহেদী হাসান (৩২) ও খলিশাকুরা উত্তর পাড়া গ্রামের আব্দুল জব্বার এর পুত্র মো: উজ্জল হোসেন দেরকে জি আর গ্রেফতারি পরোয়ানা মূলে নিজ নিজ এলাকা হইতে গ্রেপ্তার করিয়া যথাক্রমে নিয়মিত মাদক মামলা রুজু ও পরোয়ানা মূলে যথাযথ পুলিশ এসকর্টের সহায়তায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করিয়াছেন। বিষয়টি মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক নিশ্চিত করেছেন।