
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা তে জনগনের ভোগান্তি শেষ নাই বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে গেলে কাগজ জমা দিয়ে আসলে ১০-১৫ দিনের জন্ম নিবন্ধনের হদিস থাকেনা নানান ভাবে তারা হয়রানির শিকার হয় সেবা পতে যাওয়া লোকজন আরো বলে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কম্পিউটার অপারেটর শারমিন আক্তারের কাছে গেলে।
শারমিন বলে সার্ভেয়ারের সমস্যা, শুধু এই সমস্যা কি আসলে পৌরসভাতে , আরো বলে কম্পিউটার নষ্ট তাই আমরা কাজ করতে পারছি না। সেবা পেতে যাওয়া ভুক্তভোগী হাসিব বলেন তাদেরকে কোন কথা বললে তার কথা না শুনে অন্যদিকে ধান্দায় থাকে সে আরো অভিযোগ করে তাকে কাজ করে দেয়ার কথা বলে ২ ঘন্টা অফিসে বসে রাখে তারপরেও সে তার কাজ করাতে পারেননি তিনি পরিশেষে পৌর প্রশাসকের কাছে আবেদন। করবেন বলে জানান,
আরো অভিযোগ করেন যারা অফিসে বসে কাজ করে তারা সবাই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দোসর এখনো বসে আছে, এবং তারা এখানে মেধা দিয়ে ঢোকেনি শুধু ঢুকছে কোটার জোরে সেই জন্যই ওরা এরকম তালবাহানা দেখায় ।
পলাশবাড়ী পৌরসভার সচিব মুনছুর আলম কে সার্ভেয়ারের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন এটাতো আমাদের আন্ডারে না এইটা ডিসি অফিসের আন্ডারে পৌরসভা, জনগণের ভোগান্তির বিষয়গুলো বললে তিনি বলেন আমি তো জন্ম নিবন্ধন করি না করে শারমিন, জন্ম নিবন্ধনের হিসাব নিতে গেলে তিনি বলেন শারমিন হিসাব দিতে পারবে, পরে হিসাব দেননি,
কিছু ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন হিসাব
পলাশবাড়ী উপজেলায় এ মাসে নিবন্ধন হয়েছে কোন কোন ইউনিয়নে কত , ১নং কিশোরগাড়ী ইউনিয়নে এই মাসে জন্ম নিবন্ধন হয়েছে ৭৪৭ টি,,হোসেনপুর ইউনিয়ন পরিষদে এই মাসে জন্ম নিবন্ধন হয়েছে ৩৬৯ টি, পলাশবাড়ী পৌরসভা তে এই মাসে জন্ম নিবন্ধন হয়েছে মাত্র ৬৩ টি মহাদিপুর ইউনিয়ন পরিষদের এই মাসে জন্ম নিবন্ধন হয়েছে ৫০১ টি, হরিনাথপুর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন হয়েছে ২২৬ টি,বেতকাপা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন হয়েছে ৪৯৭টি মনোহরপুর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন হয়েছে ১১৬ টি
ভুক্তভোগীরা পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন