
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা হতে ফকির বাজার পর্যন্ত সড়কটির অবস্থা এখন ভয়াবহ৷ এইটা রাস্তা নয় যেন মরন ফাঁদ। দিনের পর দিন চলাচল করছে এই রাস্তায় মানুষ জন মৃত্যুকে হাতে নিয়ে৷ এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী সহ সাধারণ পথচারীরা। দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। উল্টে যাচ্ছে অটোরিকশা, স্লিপ করে ছিটকে পড়ছে মোটরসাইকেল চালক যাত্রী। পায়ে হেটে চলতেও বারবার পড়ে গিয়ে আহত হচ্ছে মানুষ৷ রাস্তায় রয়েছে গভীর গর্ত উঁচু নিচু ভাঙা অংশ এবং কিছু কিছু স্থানে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি। বর্ষাকালে এই পথ হয়ে যায় একেবারেই অচল। স্কুলগামী শিশুরা আহত হয়, ইমার্জেন্সি রোগী নেওয়ার সময় হাসপাতালে পৌছাইতে ব্যাঘাত ঘটছে। কৃষকের উৎপাদিত ফসল বাজারে পৌছাইতে দিতে হয় অধিক অর্থ, থাকে অনেক ঝুঁকি। এই রাস্তা শুধু যোগাযোগের নয় এটি ত্রিশালের গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর এই সড়কটির কোনো সংস্কার হয়নি। যা অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ বাস্তবতা। আমরা আশাবাদী ত্রিশাল উপজেলা প্রশাসন এই মৃত্যুফাদের ভয়াবহতা উপলব্ধি করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিবে এবং মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিবে। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার গার্মেন্টস শ্রমিকের আনাগোনা। এই উৎপাদনশীল শ্রমিকদের জীবন এই রাস্তার জন্য দুর্বিষহ হয়ে উঠছে৷ তাদের দাবি এই রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়।