
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সম্প্রতি ঐক্যমত্য কমিশনের কাছে তিন পার্বত্য জেলাকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
১২ মে ২০২৫ (সোমবার) সকালে খাগড়াছড়ি শাপলাচত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠান, ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, পৌর কমিটি সভাপতি তানজিদ হোসেন, সদর উপজেলা কমিটি সভাপতি রায়হান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা মাইকেল চাকমার বক্তব্যকে রাষ্ট্রবিরোধী ও সাংবিধানিক শৃঙ্খলার প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও, মাইকেল চাকমার সংবিধানবিরোধী বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া। আগামীতে যেকোনো স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা সহ বিভিন্ন দাবী উপস্থাপন করেন বক্তারা।