ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা শিক্ষার্থীদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পরিশ্রম করার মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশষ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন রাসেনে ‘খেলাদুলা শিক্ষার্থীদের একাহাতা, প্রাক্তড়াবোগ, শৃঙ্গল্য ও পরিতাম আবাজার গানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আভাগের শিক্ষার্থীদের খেলাধুলাসহ যেসব সম্ভাবনার দীপ্তি আছে, সেসব সম্ভাবনাগুলো জাগিয়ে তুলতে হবে। আমি চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যাতে ভায়া আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব নিতে পারে।
আজ বৃহস্পতিবার (০৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন আগুহেল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর উধেয়ধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এবণ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যান) অধ্যাপর ২ উৎপন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব কয়েন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে হাধনীয় উপাচার্য ড্রেন্দন আত্মাহন ক্রিকেট প্রতিযোগিতত অংপমহণকারী বাহিটি দলকে কচকামল জানিয়ে বলেন, ‘পেশাদুলাহ মানবিক গুনাবলি, প্রগতিয়িক কাজে নেতৃত্বসহ বিডি নন কবে এবং খেলাখুলার ক্ষেত্রে ডুয়েটেন সুনাম উত্তারায়ন বৃদ্ধি করতে ও দেশ একজন ভালো ক্রীড়াবিদ পাবে। এ সময় তিনি প্রাণপ্রিয় ডুয়োটির আগারায় শিক্ষার্থীদের একাডেমিক ও এট্টা বারিকুলার আক্টিভিটির আাধ্যমে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রাকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখায় প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট রস উপস্থিত সকলকে আর
বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ব্যালন, ‘মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা ও একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে প্ররিটি শিক্ষার্থী খেলায়লাসহ অন্যান্য এক্সট্রা-কারিকুলার আক্টিভিটিতে অংশগ্রহণ অব্যহত রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, এই ক্রিকেট প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করে সহনশীলতা, বস্তুর ও আত্মশক্তি জাগিয়ে তুলবে।
এই চেমন আত্মাহন ড্রিকেট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ড. অজলুর রহমান খান হল, ড. ভূলতে-ই-খুদা হয়, শহীদ মুক্তিযোদ্ধা হল, কাজী নজরুল ইসলাম হল, পহীদ তাজউদ্দী বিজয় ২৪ হলের ১০টি দল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হদ হোভোগী, সহযোগী পরিচালক, সহদারী প্রোভোগ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্স উপস্থিত হিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

খেলাধুলা শিক্ষার্থীদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পরিশ্রম করার মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ডুয়েট উপাচার্য

আপডেট সময় ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
ঢাকা প্রকৌশষ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন রাসেনে ‘খেলাদুলা শিক্ষার্থীদের একাহাতা, প্রাক্তড়াবোগ, শৃঙ্গল্য ও পরিতাম আবাজার গানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আভাগের শিক্ষার্থীদের খেলাধুলাসহ যেসব সম্ভাবনার দীপ্তি আছে, সেসব সম্ভাবনাগুলো জাগিয়ে তুলতে হবে। আমি চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যাতে ভায়া আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব নিতে পারে।
আজ বৃহস্পতিবার (০৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন আগুহেল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর উধেয়ধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এবণ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যান) অধ্যাপর ২ উৎপন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব কয়েন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে হাধনীয় উপাচার্য ড্রেন্দন আত্মাহন ক্রিকেট প্রতিযোগিতত অংপমহণকারী বাহিটি দলকে কচকামল জানিয়ে বলেন, ‘পেশাদুলাহ মানবিক গুনাবলি, প্রগতিয়িক কাজে নেতৃত্বসহ বিডি নন কবে এবং খেলাখুলার ক্ষেত্রে ডুয়েটেন সুনাম উত্তারায়ন বৃদ্ধি করতে ও দেশ একজন ভালো ক্রীড়াবিদ পাবে। এ সময় তিনি প্রাণপ্রিয় ডুয়োটির আগারায় শিক্ষার্থীদের একাডেমিক ও এট্টা বারিকুলার আক্টিভিটির আাধ্যমে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রাকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখায় প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট রস উপস্থিত সকলকে আর
বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ব্যালন, ‘মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা ও একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে প্ররিটি শিক্ষার্থী খেলায়লাসহ অন্যান্য এক্সট্রা-কারিকুলার আক্টিভিটিতে অংশগ্রহণ অব্যহত রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, এই ক্রিকেট প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করে সহনশীলতা, বস্তুর ও আত্মশক্তি জাগিয়ে তুলবে।
এই চেমন আত্মাহন ড্রিকেট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ড. অজলুর রহমান খান হল, ড. ভূলতে-ই-খুদা হয়, শহীদ মুক্তিযোদ্ধা হল, কাজী নজরুল ইসলাম হল, পহীদ তাজউদ্দী বিজয় ২৪ হলের ১০টি দল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হদ হোভোগী, সহযোগী পরিচালক, সহদারী প্রোভোগ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্স উপস্থিত হিলেন।