
খুলনার তেরখাদা উপজেলার সরকারি নথ খুলনা কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা কে সভাপতির পদে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ ফেসবুকে নিন্দার ঝড় বইছে।গত বৃহস্পতিবার রূপসা কলেজে সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্র দলের কমিটি গঠনের লক্ষ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন ছাত্রলীগ নেতা মোঃ ইশান মোল্লা। জানা গেছে,সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর মোল্লা ও মোঃ ইশান মোল্লা ১৮ ভোটের মধ্যে সভাপতি পদে প্রত্যেকে নয় ভোট পেয়ে দুজনই সমান সমান হন অথচ রহস্যজনক কারণে পুনঃভোট না দিয়ে ছাত্রলীগ নেতা ঈশান মোল্লাকে সভাপতি ঘোষণা দেয়া হয়।এরপরই কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে তানভীর মোল্লার সমর্থকরা হৈ চৈ শুরু করেন। বিকেলে বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজ গেট ভাঙচুর করে। এক পর্যায়ে ভোটাররা উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ভাবে পুনঃনির্বাচনের মাধ্যমে সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানান। একটি সূত্রে জানা গেছে,মোঃ ইশান মোল্লা ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন এবং তার ছাত্রলীগের নেতাকর্মী সাথে সহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন ‘টক অব দ্যা’ টাউনে পরিণত হয়েছে। ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন)এর নেতা কিভাবে ছাত্রদলের কমিটিতে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং সহযোগী সংগঠনে নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়ামিন বলেন,তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে ছাত্রলীগ নেতাকে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, এ ঘটনায় দলীয় ভাবমূর্তি খানিকটা ক্ষুন্ন হয়েছে।