
কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রতিহিংসার শিকার হয়ে প্রভাব বিস্তার করে সরকারি রাস্তা কেটে মাছ চাষ ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠছে
ভূমিদস্য আব্দুল কুদ্দুস বিরুদ্ধে। এতে চরম ভাবে
বিপাদে পড়েছেন ওই গ্রামের প্রায় ২০/২২টি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগীরা
গত (৯ এপ্রিল),২০২৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন । উল্লেখিত বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী গোলাম হোসেন সাংবাদিকদের জানান এই পথ ছাড়া আমাদের চলাচলের বিকল্প কোন রাস্তা নাই ।
এই রাস্তাটি বহু বছর ধরে আমরা চলাচল করে আসছি। সে ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে কালিগঞ্জ উপজেলার চাম্পাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের চলাচলের রাস্তা কেটে গভীর গর্ত খনন করে মাছ চাষ করছেন উপজেলা সৈনিক লীগে সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের চাচাতো ভাই ভূমি দস্যু একই এলাকার মফিজ উদ্দিন মোড়লের ছেলে আব্দুল কুদ্দুস , সম্পূর্ণ গায়ের জোরে অন্যায় ভাবে সরকারি রাস্তা আমাদের চলাচলের একমাত্র পথটি পথটি কেটে ওই স্থানে গভীর গর্ত করে খনন করার কারণে গ্রামের অর্ধশতাধিক পরিবারের চলাফেরা বন্ধ হয়ে গেছে । সেক্ষেত্রে চরমভাবে ভুক্তভোগী পরিবাররা চলাচলের ক্ষেত্রে চরমভাবে বিপাকে পড়েছেন ওই রাস্তায় দিয়ে চলাফেরা করা আরো ও শত শত মানুষ। এই ভোগান্তিতে পড়ে
গত ২ বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন ২০টি পরিবারে শতাধিক মানুষ।বায়ো বৃদ্ধরা মসজিদ যেতে পারছে না, এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে অবরুদ্ধ অবস্থায় পড়ে আছেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান এই রাজাপুর গ্রামের রাস্তাটি প্রায় ৬০ বছরের পুরনো। আওয়ামী লীগের দোসর ভূমিদস্য আব্দুল কুদ্দুস সম্পূর্ণ গায়ের জোরে অন্যায় ভাবে সরকারি রাস্তাটি গভীর গর্ত খনন করে মাছ চাষ করে আসছে। গ্রামের লোকজন বাধা প্রদান করলে চাচাতো ভাই সাবেক চেয়ারম্যান উপজেলা সৈনিক লীগের সভাপতি আব্দুল লতিফ মোড়লের প্রভাবে দেখিয়ে হামলা মামলা ভয় দেখিয়ে জোরপূর্বক গর্ত করে মাছ চাষ করে আসছে। উক্ত বিষয়টি
উপজেলা প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথা যথ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।ওই এলাকার জৈনক সাইদুল ইসলাম নামে ব্যক্তি জানান গত ৬০ বছর ধরে এলাকার শত শত নারী পুরুষ শিশু ও ছাত্রছাত্রীরা এই পথে চলাচল করে আসছে। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই গায়ের জোরে রাস্তাটি কেটে মাছ চাষ করছে ভূমিদস্য আব্দুল কুদ্দুস। সেক্ষেত্রে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এক ধরনের গৃহবন্দী হয়ে পড়েছেন বলে জানান।তিনি আরো বলেন বহু কূ,কর্মের হোতা আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু কুদ্দুসের কবল থেকে জনসাধারণের চলাচলের রাস্তাটি পুনরুদ্ধার না করা হলে যেকোনো সময় উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।এক্ষেত্রে জরুরী ভিত্তিতে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।