
নিজ কর্মের সুফল দৃষ্টান্তমূলক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)’ অর্জন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা। বৃহস্পতিবার দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ তাকে এ ব্যাজ প্রদান করা হয়েছে।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাক সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বাহারুল আলম বিপিএম। এসএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মো. রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশ
কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই সিলেটের শান্তি শৃঙ্খলা সবই তো রাখতে সব সময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন তারই পরিপ্রেক্ষিতে সিলেট নগরীর সার্বিক আইন পরিস্থিতি উন্নয়ন এগিয়ে যায়। নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।
মাদক উদ্ধার, বিভিন্ন ক্লুলেস মার্ডার এর রহস্য উদ্ঘাটন, চোরাচালান রোধ সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। মো: রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপ যোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই জনকল্যাণমুখী পুলিশিং সর্বমহলে প্রশংসিত হয়েছে।