
হযরত শাহ জালাল হযরত শাহ পরান (রহঃ) স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার পূর্ণ ভূমি সিলেট থেকে প্রথমবারের মতো স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন হচ্ছে আজ। সন্ধ্যায় প্রায় ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে গ্যালিস্টেয়ার এভিয়েশনে’র মালবাহী চাটার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে আজ । এর মাধ্যমে ওসমানী বিমানবন্দর থেকে শুভসূচনা হতে যাচ্ছে বিদেশি কোন উড়ো জাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচলের। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে নাম লেখাতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর।
বেবিচক সূত্র জানিয়েছে, ওসমানী বিমাবন্দরে বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালুট প্রদান করা হবে।
কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।