ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নয়নতারার শূন্যতা- মোসা: হাফসা আক্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নয়নতারার শূন্যতা

মোসা:হাফসা আক্তার

আমি তার সোনালী চুলে বেণী বেঁধেছিলাম,
শিশিরভেজা ভোরে ঘুম ভাঙাতাম গান গেয়ে।
আমি তার ছোট্ট খোঁপায় গোলাপ গুজতে চেয়েছিলাম,
সে হেসে বলতো, “বাবা, ফুলের গন্ধে ঘুম আসে!”

কিন্তু ওরা আমার নয়নতারাকে কেড়ে নিয়েছে,
আমার আলোটুকু ছিনিয়ে নিয়েছে রাতের আঁধারে।
ওরা জানে না, বাবারা কাঁদে না,
তবু আমি কাঁদি—রক্তমাখা ছোট্ট জুতোর সামনে।

ওরা যুদ্ধের নামে শিশুদের হত্যা করে,
ওরা রঙিন খেলার মাঠ রক্তে রাঙিয়ে দেয়।
ওরা নির্বাক মায়ের বুক খালি করে দেয়,
ওরা বাবার কোল শূন্য করে দেয়।

আমি প্রতিবাদ জানাই বাতাসে, ধুলোয়, ধ্বংসস্তূপে,
আমি চিৎকার করি ভাঙা দেয়ালের ফাঁকে ফাঁকে—
“তোমরা কি জানো, ফুলেরা বুলেট চেনে না?
তারা শুধু ভালোবাসতে শেখে, প্রাণ দিতে নয়!”

আমার নয়নতারা, তুমি ফিরে এসো বাতাসে,
ফিরে এসো ভোরের আলোয়, পাখির গানে।
আমি তোমার ছোট্ট খোঁপায় গোলাপ গুজে দেবো,
আমি তোমাকে আমার গল্প শুনিয়ে ঘুম পাড়াবো…

কিন্তু জানি, তুমি ফিরবে না আর,
শুধু যুদ্ধ জিতবে মানুষের কান্নায়—
আর এক বাবার নয়নতারা চিরতরে নিভে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে জমজমাট কাঁঠালের হাট : দাম কম, খাজনা বেশি

নয়নতারার শূন্যতা- মোসা: হাফসা আক্তার

আপডেট সময় ০৯:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

নয়নতারার শূন্যতা

মোসা:হাফসা আক্তার

আমি তার সোনালী চুলে বেণী বেঁধেছিলাম,
শিশিরভেজা ভোরে ঘুম ভাঙাতাম গান গেয়ে।
আমি তার ছোট্ট খোঁপায় গোলাপ গুজতে চেয়েছিলাম,
সে হেসে বলতো, “বাবা, ফুলের গন্ধে ঘুম আসে!”

কিন্তু ওরা আমার নয়নতারাকে কেড়ে নিয়েছে,
আমার আলোটুকু ছিনিয়ে নিয়েছে রাতের আঁধারে।
ওরা জানে না, বাবারা কাঁদে না,
তবু আমি কাঁদি—রক্তমাখা ছোট্ট জুতোর সামনে।

ওরা যুদ্ধের নামে শিশুদের হত্যা করে,
ওরা রঙিন খেলার মাঠ রক্তে রাঙিয়ে দেয়।
ওরা নির্বাক মায়ের বুক খালি করে দেয়,
ওরা বাবার কোল শূন্য করে দেয়।

আমি প্রতিবাদ জানাই বাতাসে, ধুলোয়, ধ্বংসস্তূপে,
আমি চিৎকার করি ভাঙা দেয়ালের ফাঁকে ফাঁকে—
“তোমরা কি জানো, ফুলেরা বুলেট চেনে না?
তারা শুধু ভালোবাসতে শেখে, প্রাণ দিতে নয়!”

আমার নয়নতারা, তুমি ফিরে এসো বাতাসে,
ফিরে এসো ভোরের আলোয়, পাখির গানে।
আমি তোমার ছোট্ট খোঁপায় গোলাপ গুজে দেবো,
আমি তোমাকে আমার গল্প শুনিয়ে ঘুম পাড়াবো…

কিন্তু জানি, তুমি ফিরবে না আর,
শুধু যুদ্ধ জিতবে মানুষের কান্নায়—
আর এক বাবার নয়নতারা চিরতরে নিভে যাবে।