
গাইবান্ধা – পলাশবাড়ী সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৫ জন যাত্রী গুরতর আহত হয়েছে। আহতদের সকলের বাড়ি দিনাজপুর জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সোমাবার বেলা ৩ টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় পলাশবাড়ী থেকে আসা সিএনজির সাথে গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ী যাবার পথে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ জন যাএী ও প্রাইভেট কারের ১ জন যাএী গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে গাইবান্ধার সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়,গুরুতর ৫ জনই আশঙ্কাজনক থাকায় তাদেরকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। তাদের মধ্যে মমিন (৩৫), জহির (৬০), পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জন এর পরিচয় পাওয়া যায়নি, তবে তাদের ৩ জনের বাড়ি দিনাজপুরে জানা গেছে। পুলিশ দুমরে মুচরে যাওয়া সিএনজি ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।
এদিকে গাইবান্ধা নাকাইহাট গোবিন্দগঞ্জ সড়কের বালুয়া নামক স্থানে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে গাইবান্ধা হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।তবে হাসপাতাল কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনায় আহত ৬ জন মুমূর্ষু রোগীকে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকগণ জানায়।