
ডেভিড সাহা বান্দরবান জেলা প্রতিনিধি।
নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখা।
শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সম্পাদক মন্ডলীর সদস্য সুজস তঞ্চঙ্গ্যা, ম্যাম্যা চিং, উহ্লাশৈ মার্মাসহ অনেকে।
নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী বলেন,
“৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন ও সুন্দর রাষ্ট্র পাবো, যেখানে সকল নাগরিক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করতে পারবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুন, ডাকাতি, ধর্ষণ, মব জাস্টিসের মতো ঘটনা বেড়ে গেছে, যা আমাদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি আরও বলেন,
“নারীরাই আমাদের সমাজের শক্তি। যদি নারী স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা চাই, নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিক এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত হোক।”
মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যবক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে সমাজে অপরাধীদের জায়গা না থাকে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আন্দোলন ও রাষ্ট্রীয় কঠোরতার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নেতারা জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তারা সচেতনতামূলক সভা, সেমিনার এবং সামাজিক প্রচারাভিযান চালিয়ে যাবেন।
নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গণসংহতি আন্দোলন ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।