
জয়া ত্রিপুরাকে সভাপতি এবং ইখিং চৌধুরীকে সাধারণ সম্পাদক করে “সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক” এর খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।
১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার) খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক’র সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌয়াইছড়ি মৌজার হেডম্যান হ্লাপ্রু চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালীকা ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক ঞোলা মং, স্বদেশ প্রীতি চাকমা, রনিক ত্রিপুরা এবং ধীমান খীসা সহ প্রমূখ।
বক্তারা বলেন, সমাজ এবং জাতির জন্য কাজ করতে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে নারীদেরকেও আত্মনির্ভরশীল হওয়ার প্রয়াস করতে হবে।
আলোচনা শেষে, উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীদের মতামতের ভিত্তিতে জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরাকে সভাপতি, ইখিং চৌধুরীকে সাধারণ সম্পাদক, হ্লামাপ্রু চৌধুরী ও সমরিকা চাকমাকে সহ সভাপতি, অঞ্জলি ত্রিপুরাকে যুগ্ম সম্পাদক পূবালী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক এবং সুমনা ত্রিপুরাকে কোষাধ্যক্ষ করে ২৬ জন বিশিষ্ট কমিটি গঠন হয়।