
সিনিয়র স্টাফ রির্পোটার, রুমানা সানজু:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় মাসব্যাপি দুস্থ্য অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু।
বৃহস্পতিবার ৫ই রমজান বিকেলে, উত্তরা পশ্চিম থানা বিএনপির সার্বিক তত্বাবধানে, উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়, এ সময় ৩ শত দুস্থ্য অসহায় ও পথ-শিশু এবং পথচারিদের মাঝে এ ইফতার বিতরণ করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, মহানগর উত্তরের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় আজ থেকে পুরো রমজান মাস জুড়ে, পথচারী, পথ-শিশু ও দুস্থ্য অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে, যা আজ থেকে শুরু হল।
এ সময় ইফতার বিতরণে উত্তরা পশ্চিম থানা বিএনপির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।