
বালিয়াডাঙ্গীতে ডায়াগনস্টিক সেন্টারে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (৩ মার্চ ) বাদ আসর সময় বালিয়াডাঙ্গী সোনালী ব্যাংক সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টার এর দ্বিতীয় তলায় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পপুলার ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার এর চেয়ারম্যান গোলাপি আক্তার পরিচালক মোশারফ হোসেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আলম সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুব রহমান বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম পারিয়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান দুওসুও ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম
ডায়গনিক সেন্টার এর চেয়ারম্যান ও পরিচালক বৃন্দগণ বলেন পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি মেশিন, আল্ট্রাসনো মেশিনসহ সকল প্রকার সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।