
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ভূয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার) রমজানের তৃতীয় দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে প্রধান অতিথি করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আবদুল লতিফ ও শহিদুল ইসলাম সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও কর্তৃপক্ষ।
ইফতার মাহফিল চলাকালে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক সহ সদস্য বৃন্দ। এসব বিষয়ে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দ্রুত সমাধানের আশ্বাস দেন। ভূয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী, ১৬ জন শিক্ষক এবং ১ জন দপ্তরি কর্মরত রয়েছেন বলে জানা গেছে।