
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:
পবিত্র মাহে রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রন রাখতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছেন।
২মার্চ ২০২৫ (রবিবার) সন্ধ্যায় খাগড়াছড়ি বাজারের খুচরা ও পাইকারী ব্যবসায়ী দোকানে বাজারদরের মধ্যে সামঞ্জস্য রাখতে এবং অবৈধ উপায়ে যাতে কেউ কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে সেই জন্য বাজার মনিটরিং করা হয়।
বাজার মনিটরিং করার সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সহ বিভাগীয় বন কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা,ফায়ার ব্রিগেডের সদস্যবৃন্দ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।