
মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নব গঠিত কমিটির পক্ষ থেকে শহরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কাননের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া প্রমূখ।
উল্লেখ্য চলতি মাসের ১ তারিখে রামগঞ্জ উপজেলা ৩৫ ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেয় জেলা যুবদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব।