
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি ।।
লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় এফএসি নামক ইট ভাটায় দ্বিতীয় দফা অভিযান করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার দায়ে ভাটার মালিক কামাল উদ্দিনের কাছ থেকে, সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার এবং লামা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব অভিযান পরিচালনা করেন। প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম- সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। এ সময়, FAC নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে, ফিল্ড এর মালিক কামাল উদ্দিন (৬৪), পিতাঃ এমদাদুল হক, সাং- চকরিয়া জেলা- কক্সবাজারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর (১৫) ৫ ধারায় ২য় বার অপরাধ করায় নগদে সাত লক্ষ টাকা জরিমানা আদায় করেন। একই ইটভাটায় অবৈধভাবে গাছ দিয়ে ইট পোড়ানোর অপরাধে, মোহাম্মদ আরফাতুল ইসলাম পিতা- মৃত আবুল কালাম সাং- চকরিয়া জেলা- কক্সবাজারকে ১৯২৭ সনের বন আইনের ৪২(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সময় এক হাজার আটশত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে বন কর্মীরা। জ্বালানি কাঠ জব্দে প্রসিকিউশন দাখিল করেন মাহবুব ফেরদৌস (বনবিভাগ) লামা। শেষে FAC ইট ভাটার চুল্লির আগুনে পানি দিয়ে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানাযায়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে দাবি করা হয়।