
মোঃ রুহুল আমিন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের জাফলং তামাবিল মহাসড়কের শাহপরাণ এলাকার দাসপাড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
(৫ মার্চ) বুধবার বিকাল সাড়ে চারটা থেকে ইফতার এর পূর্ব সময়ে থেমে থেমে সংঘর্ষ চলে । এক পর্যায়ে ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ সহ এলাকার জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছিলেন বিষয়টি মিমাংসা করার জন্য। এমতাবস্থায় ইফতার এর পরবর্তী সময়ে আবার ও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র শস্ত্র দা লাঠি সহ সময় ইট পাটকেলে কারণে তামাবিল রোড দাসপাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ইফতার এর পরবর্তী সময় থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এর পাশাপাশি সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত আটটা ৮: ১৫ মিনিট) থেমে থেমে সংর্ঘষ চলছে।
এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী , সিলেট শাহ পরান থানা বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক আব্দুল মোনিম, সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর দেলাওয়ার হোসেন নাদিম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন এই ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত থাকলে বা এরকম কোন আনীত বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জানা গেছে, নেপথ্যে রয়েছে চাঁদাবাজির বিষয় আধিপত্যকে কেন্দ্র করে বিকাল সাড়ে চারটা থেকে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা ইফতারের পরবর্তী সময়ে আবার ও তুমুল র্সংঘর্ঘে জড়িয়ে পড়েন। এ সময় ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে কয়েকটি দোকানের শার্টার, দাসপাড়াস্হ একটি তেল পাম্পের অপিস কক্ষের গ্লাস ভাংচুর এর ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় দৈনিক নববাণী জেলা প্রতিনিধি কে বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। এতে জাফলং তামাবিল মহাসড়কের অসংখ্য যানবাহন এর চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ এর সহায়তায় পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয় । সংর্ঘষের কারণসহ বিস্তারিত এখনই জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ধারী পুলিশ এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা এলাকায় বিশেষ মহড়া দিচ্ছেন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে। সেই সাথে তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় তাঁবু টানিয়ে এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশ সদস্যরা রাত্রি যাপন করতে দেখা যায়।