ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“”মা””” এস,এম,মকবুল হোসেন মাষ্টার

“”মা”””
এস,এম,মকবুল হোসেন মাষ্টার

তোমার রক্তে গড়া মাগো
এ অভাগার দেহ,
তোমার কথা মনে হলে
কাঁদি অহ রহ।
একা কেন গেলে মা গো
আমায় ফেলে রেখে,
তোমার দুলাল কাঁদছে একা
ধুলা বালি মেখে।
কোন দেশেতে গেলে মাগো
তোমার দেখা পাবো,
সেই ঠিকানা আমায় দিলে
আমিও চলে যাবো।
তুমি আমার আমি তোমার মাগো তাতো তুমি জানো,
কোন দোষেতে চলে গেলে
করে অভিমান।
তুমিও গেলে বাবাও গেলো
আমি কোথায় থাকি,
আদর দিয়ে সোহাগ দিয়ে
আমায় দিলে ফাঁকি।
এই দুনিয়ায় মা বলে আর
ডাকবো কারে আমি,
আমার কাছে তোমার চেয়ে
নেই যে কিছু দামি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

“”মা””” এস,এম,মকবুল হোসেন মাষ্টার

আপডেট সময় ১১:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

“”মা”””
এস,এম,মকবুল হোসেন মাষ্টার

তোমার রক্তে গড়া মাগো
এ অভাগার দেহ,
তোমার কথা মনে হলে
কাঁদি অহ রহ।
একা কেন গেলে মা গো
আমায় ফেলে রেখে,
তোমার দুলাল কাঁদছে একা
ধুলা বালি মেখে।
কোন দেশেতে গেলে মাগো
তোমার দেখা পাবো,
সেই ঠিকানা আমায় দিলে
আমিও চলে যাবো।
তুমি আমার আমি তোমার মাগো তাতো তুমি জানো,
কোন দোষেতে চলে গেলে
করে অভিমান।
তুমিও গেলে বাবাও গেলো
আমি কোথায় থাকি,
আদর দিয়ে সোহাগ দিয়ে
আমায় দিলে ফাঁকি।
এই দুনিয়ায় মা বলে আর
ডাকবো কারে আমি,
আমার কাছে তোমার চেয়ে
নেই যে কিছু দামি।