
“”মা”””
এস,এম,মকবুল হোসেন মাষ্টার
তোমার রক্তে গড়া মাগো
এ অভাগার দেহ,
তোমার কথা মনে হলে
কাঁদি অহ রহ।
একা কেন গেলে মা গো
আমায় ফেলে রেখে,
তোমার দুলাল কাঁদছে একা
ধুলা বালি মেখে।
কোন দেশেতে গেলে মাগো
তোমার দেখা পাবো,
সেই ঠিকানা আমায় দিলে
আমিও চলে যাবো।
তুমি আমার আমি তোমার মাগো তাতো তুমি জানো,
কোন দোষেতে চলে গেলে
করে অভিমান।
তুমিও গেলে বাবাও গেলো
আমি কোথায় থাকি,
আদর দিয়ে সোহাগ দিয়ে
আমায় দিলে ফাঁকি।
এই দুনিয়ায় মা বলে আর
ডাকবো কারে আমি,
আমার কাছে তোমার চেয়ে
নেই যে কিছু দামি।