
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্বাচনের বাকী বেশ কিছুদিন। হাতে রয়েছে প্রচুর সময়। প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ। এ সময়কে কাজে লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আবুল বাশার ও মোঃ ইউসুফ পরিষদের প্রার্থীরা।
বিগত সময়ের সাথে তুলনা দিয়ে নতুন কিছু করার আশ্বাসে জমে উঠেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচন।
লক্ষ্মীপুর জেলা স্কাউটের কোষাধ্যক্ষ ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সকলের সর্বসম্মতিক্রমে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারকে সভাপতি ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফকে সাধারণ সম্পাদক হিসেবে প্যানেলভুক্ত করে নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার সাঈদ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রিয়াদ হোসেন পাটোয়ারী, মোঃ আরিফুল ইসলাম, কবির আহমেদ, নূর আলম রিপন, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।