
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
রোজার প্রথম দিনে খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর মাদ্রাসায় জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার উদ্যোগে এতিমখানায় শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
২ মার্চ ২০২৫ (রবিবার) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের ‘পূর্ব ইসলাম পুর দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসায়’ এই ইফতার আয়োজন করা হয়।
উক্ত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য আবদুল লতিফ, এ্যাড. মনজিলা সুলতানা ঝুমা, শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ, মোঃ ওয়ালি উল্লাহ, শহর সমাজসেবা অফিসার মোঃ নাজমুল সহ সংশ্লিষ্ট মাদ্রাসার কর্তৃপক্ষ।