
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার (০১লা মার্চ) ক্লাবের আহবায়ক সরদার রাফিকুল ইসলাম, সদস্য সচিব মোল্লা শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি আহবায়ক সরদার রাফিকুল ইসলাম, সদস্য সচিব মোল্লা শফিকুল ইসলাম বাবু। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন শেখ আনছার আলী, শেখ আব্দুল হামিদ, শেখ মোঃ ইব্রাহীম, মোল্লা জাহিদ হোসেন, মোঃ শাহিদুল ইসলাম শাহীন,মোঃ বজলুল করিম (মনির), শেখ নাসির জবেদ, কাজী মনিরুল ইসলাম নিশা, আকুঞ্জী জাকির হোসেন, মোঃ ইকবাল হোসেন, মনিরুল ইসলাম তরফদার, শামসুল আলম মিল্টন,শেখ খালিদ হাসান মঈন, মিজানুর রহমান তরফদার, শেখ শাসসুদ্দিন আহমেদ (প্রিন্স), মোঃ সাইফুজ্জামান লাল্টু, শেখ আব্দুস সালাম, মোঃ মোমিন মোল্লা, আকুঞ্জী মুস্তাসিন, মোঃ আনিসুল হক খোকন, মোঃ আজিম আহমেদ, মোঃ হাসান আলী, মোঃ মিজান আল হাসান, মোঃ ইফতেখার আলম রাব্বি, মোঃ মাহমুদুল ইসলাম মিল্টন, মোঃ সিরাজুল ইসলাম গাজী, আসাবুর রহমান অনিক, এম. ফায়েদ হোসেন, মোঃ সাব্বির বিশ্বাস রাজিব। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট গুণীজন পরামর্শক (উপদেষ্টা সমমানের)তালিকা প্রকাশ করা হয় যথাক্রমে মোঃ শেখ মোশাররফ হোসেন (মুসা),শেখ ফারুখ হোসেন (সি.আই.পি), মোঃ হাবিবুর রহমান হাবিব, শেখ আব্দুল গফফর মতি, আলহাজ্ব এস. এম. আব্দুল হক,মোঃ আব্দুস সবুর বিশ্বাস,মোঃ শহিদুল আলম চৌধুরী, মোঃ নজরুল ইসলাম মোল্লা, মোঃ শেখ মীর আলী, নূর মোহাম্মদ মুন্সী, মোঃ শামসুল আলম, আলাহাজ্ব হাবিবুর রহমান, শ্রী অমর নাথ কুন্ডু, শ্রী গোপাল চন্দ্র শীল, মোঃ মিনারুল ইসলাম, মোঃ মুরশীদ কামাল, জনাব সাব্বির আহমেদ খান, আলহাজ্ব এইচ.এ. রহিম, মোঃ হাবিবুল্লাহ খান, খান জাহাঙ্গীর আলম, শেখ রেজাউল।
পাবলা সবুজ সংঘের পূর্বের কমিটি প্রায় ২১ বছর আগে গঠিত হয়েছিল। দীর্ঘ ৪ পুরষের খেলার মাঠ হিসেবে পরিচিত। মাঠটি দাদা,বাবা-চাচারা, তারা নিজেরা ও তাদের সন্তানেরা বংশ পরম্পপরায় এই মাঠে খেলাধুলা করে আসছেন। এছাড়াও উক্ত পাবলা সবুজ সংঘ ক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অবদান আছে। উল্লেখ্য পাবলা সবুজ সংঘ ক্লাব ১৯৬৫ স্থাপিত হয়।