
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি আজ শনিবার ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক সৈয়দ রাশেদুল হায়দার লিংকন ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন লক্ষ্মীপুর জেলা যুবদলের প্যাডে উক্ত কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।উপজেলা যুবদলের আহবায়ক পদে কবির হোসেন কানন, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন ও সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদারসহ ৩৫ সদস্য এবং পৌর যুবদলের আহবায়ক জামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আবদুর রহমান ও সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়াসহ ৩৫সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করেন।জেলা যুবদলের আহবায়ক রেজাউল করীম লিটন জানান, উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এতে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করবেন।