
মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, ভেজাল ও নিন্মমানের খাদ্যদ্রব্য বিক্রয় না করার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষা কল্পে রামগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে রামগঞ্জ, মৌলভী বাজার ও সোনাপুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোমান হোসেন পাটোয়ারী, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাষ্টার আবুল হোসেনসহ শতাধিক ব্যবসায়ীবৃন্দ।