
সুমা আক্তার, স্টাফ রিপোটার :
একটি ট্রাক নিষিদ্ধ পলিথিন ১২.২০ টন ও দুইজন আসামী সহ আজ সকাল ৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে নাওজোর হাইওয়ে থানার এসআই মোঃ শাহীন শেখ ফোর্স সহ থানা এলাকায় রাত্রি কালীন মোবাইল ডিউটিকে নিয়োজিত থাকাকালীন মাধ্যমে এই ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন নিয়ে গাজীপুর মহাসড়কে সিপি কাটা নামক স্থানে পৌছলে একটি ট্রাক যাহার রেজি নং: ঢাকা মেট্রো ট ২০-৯৮০৭ এবং ট্রাকে থাকা চালক ১| মোঃ মোস্তাফিজুর রহমান (২৪),পিতা: মোঃ হুমায়ন মোল্লা, গ্রাম: খামুর দক্ষিণওরা,থানা: মহাদেবপুর,জেলা: নওগা।২| হেলপার মোঃ আবেদুর রহমান,(২২), পিতা: মোঃআমিনুর রহমান,গ্রাম : ইলাবাজ,থানা: জকিগ্ঞ্জ,জেলা: সিলেট দ্বয়কে আটক করিয়া উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় ট্রাকে থাকা ১৭৫ বস্তা ওজন অনুমান ১২.২০ টন যার মুল্য ১৫,০০,০০০ ( পনের লক্ষ) টাকার অবৈধ পলিথিন জব্দ তালিকা মুলে জব্দ করে জিজ্ঞাসাবাদ করলে তারা যানায় যে,নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সি এবং তাদের দালাল শাকিল ও আকাশদের নিকট থেকে উক্ত অবৈধ পলিথিন ট্রাকে নিয়ে গাইবান্দার উদ্দেশ্য রওনা হয়েছে।পরবর্তীতে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন ও তার সঙ্গী এসআই আলামিন, এসআই শাহীন শেখ ও নায়েক আনিসুল ইসলাম তারা সকলে মিলে এলাকায় অভিযান পরিচালনা করেন। বর্নিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।