ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাকৃবিতে ফসলের নতুন জাতের পরিচিতি ও কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো হাফিজুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিতত্ত¡ বিভাগ কর্তৃক উদ্ভাবিত ১৭টি ফসলের নতুন জাতসমূহের পরিচিতি এবং উচ্চফলনশীল লবণাক্ততা সহিষ্ণু গম উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণটি আজ ২৬ ফেব্রæয়ারি (বুধবার) ২০২৫ তারিখে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থী হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাজীপুরের বিভিন্ন অঞ্চলের ৪০ জন কৃষক-কৃষাণী। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির আসনে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকবৃন্দ এবং গাজীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।  প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. ফারহানা ইয়াসমিন। পরে  অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ফসলের ১৭টি নতুন জাতসমূহের পরিচিতি তুলে ধরেন উপ-উপাচার্য ড. এম. ময়নুল হক। ড. ময়নুল হকের আলোচনায় বিইউ ধান ১, বিইউ মুগ ৩ -৭ সহ ছোলা, সয়াবিন, শিম প্রভৃতির নানা বৈশিষ্ট্য উঠে আসে। যেগুলোর কোনোটি উচ্চফলনশীল, কোনোটি সুগন্ধিযুক্ত, ভাইরাস সহনশীলসহ কোনোটিতে আবার সার ও পানির প্রয়োজন কম হয়। অন্যদিকে নতুন উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু উচ্চফলনশীল গম উৎপাদনের কলাকৌশল নিয়ে তথ্যবহুল আলোচনা ও চিত্র উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ও কৃষিতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। আলোচনা শেষে প্রশিক্ষণার্থী হাফেজা বেগম বলেন, আজকের এ প্রশিক্ষণ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উদ্ভাবিত নতুন জাতসমুহ সম্বন্ধে যে ধারণা লাভ করলাম তা অনুসরণ করলে কৃষি ক্ষেত্রে আমি লাভবান হবো।
অন্যদিকে আরেক কৃষক আহসান উদ্দিন সরকারের বক্তব্যে মৌসুমী ফসল উৎপাদনের কলাকৌশলের বিষয়টি ফুটে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কৃষকদের উদ্দেশ্য করে বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ফসলের নতুন জাত তৈরি এবং উচ্চফলনশীল গম উৎপাদনের কলাকৌশল নিয়ে আজ যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা আমাদের দেশের কৃষির উন্নয়ন ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্ভাবন অত্যন্ত জরুরি। উপাচার্য আরো বলেন, আমাদের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য শুধু কৃষি উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যতে সাশ্রয়ী ও টেকসই কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে কল-কারখানার শিল্প বর্জ্যরে ফলে যে পরিবেশ দূষিত হচ্ছে তার প্রভাব পড়ছে আমাদের কৃষি উৎপাদনের উপর। এক্ষেত্রে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন ভিসি। এ প্রশিক্ষণ কৃষকদের উপকারী হবার পাশাপাশি প্রশিক্ষণে উপস্থাপিত কলাকৌশল বাস্তবায়ন করে কৃষির উৎপাদন বাড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহŸানও জানান উপাচার্য। উল্লেখ্য, প্রশিক্ষণের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

গাকৃবিতে ফসলের নতুন জাতের পরিচিতি ও কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
মো হাফিজুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিতত্ত¡ বিভাগ কর্তৃক উদ্ভাবিত ১৭টি ফসলের নতুন জাতসমূহের পরিচিতি এবং উচ্চফলনশীল লবণাক্ততা সহিষ্ণু গম উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণটি আজ ২৬ ফেব্রæয়ারি (বুধবার) ২০২৫ তারিখে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থী হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাজীপুরের বিভিন্ন অঞ্চলের ৪০ জন কৃষক-কৃষাণী। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির আসনে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকবৃন্দ এবং গাজীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।  প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. ফারহানা ইয়াসমিন। পরে  অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ফসলের ১৭টি নতুন জাতসমূহের পরিচিতি তুলে ধরেন উপ-উপাচার্য ড. এম. ময়নুল হক। ড. ময়নুল হকের আলোচনায় বিইউ ধান ১, বিইউ মুগ ৩ -৭ সহ ছোলা, সয়াবিন, শিম প্রভৃতির নানা বৈশিষ্ট্য উঠে আসে। যেগুলোর কোনোটি উচ্চফলনশীল, কোনোটি সুগন্ধিযুক্ত, ভাইরাস সহনশীলসহ কোনোটিতে আবার সার ও পানির প্রয়োজন কম হয়। অন্যদিকে নতুন উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু উচ্চফলনশীল গম উৎপাদনের কলাকৌশল নিয়ে তথ্যবহুল আলোচনা ও চিত্র উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ও কৃষিতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। আলোচনা শেষে প্রশিক্ষণার্থী হাফেজা বেগম বলেন, আজকের এ প্রশিক্ষণ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উদ্ভাবিত নতুন জাতসমুহ সম্বন্ধে যে ধারণা লাভ করলাম তা অনুসরণ করলে কৃষি ক্ষেত্রে আমি লাভবান হবো।
অন্যদিকে আরেক কৃষক আহসান উদ্দিন সরকারের বক্তব্যে মৌসুমী ফসল উৎপাদনের কলাকৌশলের বিষয়টি ফুটে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কৃষকদের উদ্দেশ্য করে বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ফসলের নতুন জাত তৈরি এবং উচ্চফলনশীল গম উৎপাদনের কলাকৌশল নিয়ে আজ যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা আমাদের দেশের কৃষির উন্নয়ন ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্ভাবন অত্যন্ত জরুরি। উপাচার্য আরো বলেন, আমাদের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য শুধু কৃষি উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যতে সাশ্রয়ী ও টেকসই কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে কল-কারখানার শিল্প বর্জ্যরে ফলে যে পরিবেশ দূষিত হচ্ছে তার প্রভাব পড়ছে আমাদের কৃষি উৎপাদনের উপর। এক্ষেত্রে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন ভিসি। এ প্রশিক্ষণ কৃষকদের উপকারী হবার পাশাপাশি প্রশিক্ষণে উপস্থাপিত কলাকৌশল বাস্তবায়ন করে কৃষির উৎপাদন বাড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহŸানও জানান উপাচার্য। উল্লেখ্য, প্রশিক্ষণের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।